শনিবার | ১২ জুলাই | ২০২৫

তালেবান শাসনের মধ্যে স্কুলে ফিরছে আফগান শিক্ষার্থীরা

spot_imgspot_img

দীর্ঘ ২০ বছর পর কাবুল জয়ের মধ্য দিয়ে পুরো আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান। কাবুল জয়ের পর দেশটির নাগরিকদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছে তালেবানরা। এছাড়াও নারীদের হিজাব পড়ে কর্মস্থতে আসার আহ্বান জানিয়েছে তারা।

তালেবান শাসনের মধ্যেই আফগান শিক্ষার্থীরা স্কুলে ফিরছে। দেশটির হেরাত প্রদেশে তালেবানের কাবুল জয়ের তৃতীয় দিনে আবারও পড়াশোনায় মনোযোগী হচ্ছে তারা।

স্কুলে যোগ দিয়ে হেরাতের শিক্ষার্থী রোকিয়া বলেন, আমরা অন্যান্য দেশের মতোই উন্নতি করতে চাই। তালেবান আমাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করুক। আমরা আর যুদ্ধ চাই না। এই দেশে শান্তি চাই।

এদিকে, কাতারের রাজধানী দোহায় তালেবান দফতরের মুখপাত্র সুহাইল শাহিন বলেন, আফগানিস্তানে তালেবানের নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলোয় হাজারো শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম চালু আছে। সেখানে মেয়েরা পড়াশোনার সুযোগ পাচ্ছে। নারী শিক্ষার বিষয়ে তালেবানের ইতিবাচক নীতির কথা এর আগে মস্কো ও দোহা সম্মেলনেও বলেছি।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img