ভারতে উত্তরাখণ্ডের পৌরী গড়ওয়াল জেলায় রিজওয়ান নামে একজন মুসলিম বৃদ্ধ ব্যক্তিকে মাতাল তিনি উগ্র হিন্দুত্ববাদী নির্মমভাবে মারধর করে জয় শ্রী রাম বলতে বাধ্য করে। এছাড়ও ওই মুসলিম ব্যাক্তির দাড়ি কামিয়ে দেওয়ার হুমকিও দেয় তারা। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ক্ষোভের সৃষ্টি হয়।
সোমবার (১৮ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম মুসলিম মিরর।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে হওয়া ভিডিওতে দেখা যায়, মুকেশ ভাট, মনীশ বিষ্ট ও নবীন ভাণ্ডারি নামে তিন ব্যক্তি রিজওয়ানকে চড়-থাপ্পড় মারছে, অশ্রাব্য গালাগাল দিচ্ছে এবং অপমান করছে। তারা তাকে জোরপূর্বক ‘জয় শ্রীরাম’ ও ‘ভারতমাতা কি জয়’ স্লোগান দিতে বাধ্য করছে।
ভিডিওতে এক হামলাকারীকে বলতে শোনা যায়, এখানে হিন্দুদের শাসন চলে, বল জয় শ্রীরাম।
আরেকজন হুমকি দিয়ে বলে, তোমরা হালাল করে কাটো, আমরা তোমাদের ঝটকা করে কাটব। (যেভাবে তোমরা পশু কাটো, সেভাবেই আমরা তোমাদের কাটব, তবে সেটা ধীরে নয়, এক আঘাতে)
একপর্যায়ে তারা ব্লেড আনার কথা বলে রিজওয়ানের দাড়ি কামিয়ে দেওয়ার হুমকিও দেয়।
পৌরী গড়ওয়ালের সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ লোকেশ্বর সিং জানিয়েছেন, রিজওয়ান ও হামলাকারীরা সবাই স্থানীয় বাসিন্দা এবং ভারতীয় রেলের চুক্তিভিত্তিক শ্রমিক।
তিনি নিশ্চিত করেন যে, মুকেশ ভাট, মনীশ বিষ্ট ও নবীন ভাণ্ডারিকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে অপরাধমূলক ভয়ভীতি প্রদর্শনের মামলা দায়ের করা হয়েছে।
এই ঘটনা উত্তরাখণ্ডে ক্রমবর্ধমান সাম্প্রদায়িক সহিংসতা ও ভীতি প্রদর্শনের প্রবণতা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। যদিও পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়েছে, তবুও স্থানীয় কমিউনিটি নেতারা কঠোরতর অভিযোগ আনার এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে শক্তিশালী পদক্ষেপের দাবি জানিয়েছেন।
ভিডিওটি এখনো সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ছে এবং নাগরিক সমাজ ও মানবাধিকারকর্মীরা তীব্র নিন্দা জানাচ্ছেন।
সূত্র: মুসলিম মিরর