শেখ হাসিনা গণহত্যা চালিয়ে কেয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকতে চেয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন।
মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে ভোলার লালমোহনের মঙ্গলসিকদার বাজারে শ্রী হরিসাধুর মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, শেখ হাসিনা গণহত্যা চালিয়ে কেয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকতে চেয়েছিল। জুলাই আগস্টের অভ্যুত্থানকে দমন করতে প্রায় চৌদ্দশ ছাত্র-জনতাকে গুলি করে হত্যা করা হয়েছিল। তারা অনেকেই সাধারণ মানুষ, দেশের স্বার্থে গণতন্ত্রের জন্য জীবন দিয়েছে। একটা সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ তারা দেখতে চেয়েছিল।
তিনি আরও বলেন, এ গণহত্যার কারণে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে ভারতের কাছে অনুরোধ করা হবে, হাসিনাকে দেশে ফিরিয়ে দেওয়ার জন্য। দেশে এলে তাকে সর্বোচ্চ শাস্তি গ্রহণ করতে হবে।









