ফিলিস্তিনি ভূখন্ডের পশ্চিম তীরে বিভিন্ন গ্রামে হামলা চালিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলী বসতি স্থাপনকারীরা।
শুক্রবার (১৭ ডিসেম্বর) পশ্চিম তীরের বিভিন্ন গ্রামে বাড়িঘর ও যানবাহন ভাঙচুর এবং অন্তত দুই ব্যক্তিকে পিটিয়েছে তারা।
এর আগে বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) ফিলিস্তিনি বন্দুকধারীদের গুলিতে পশ্চিম তীরের এক ইসরাইলি বসতির কাছে এক বসতি স্থাপনকারী নিহত হওয়ার জেরে এই হামলা চালানো হয়।
নাবলুসের কাছে অবস্থিত ওই বসতির কাছে এই হামলায় আরো দুই ব্যক্তি আহত হন।
দখলদার ইসরাইলী বসতি স্থাপন কার্যক্রম নজরদারি করা ফিলিস্তিনি কর্তৃপক্ষ (পিএ) কর্মকর্তা গাসসান দাগলাস জানান, শুক্রবার সকালে নাবলুসের কাছে বিভিন্ন ফিলিস্তিনি গ্রামে দল বেধে বসতি স্থাপনকারীরা প্রবেশ করে এবং বাড়িঘর ও গাড়ি ভাঙচুর করে। এই সময় তারা দুই ফিলিস্তিনিকে পেটায়। পিটুনিতে আহত এই দুই ফিলিস্তিনিকে হাসপাতালে পাঠানো হয়েছে।
দাগলাস জানান, কারইউত গ্রামে ইসরাইলি বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের বাড়িঘরে ঢুকে ভাঙচুর করে এবং ওয়ায়েল মাকবাল নামের ওই গ্রামের এক বাসিন্দাকে অপহরণের চেষ্টা চালায়। গ্রামবাসীরা বাধা দিলে ওয়ায়েল মিকবালকে ফেলে যায় বসতি স্থাপনকারীরা।
সূত্র : আলজাজিরা