বৃহস্পতিবার | ১৮ ডিসেম্বর | ২০২৫

হাদির মৃত্যু হলে দেশ অচল করে দেওয়া হবে; ইনকিলাব মঞ্চের হুঁশিয়ারি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সিঙ্গাপুরে অপারেশন করার অনুমতি দিয়েছে তার পরিবার। এক্ষেত্রে তার মৃত্যু হলে খুনিরা গ্রেফতার না হওয়া পর্যন্ত শাহবাগে অবস্থান এবং পুরো দেশকে অচল করার হুঁশিয়ারি দিয়েছে ইনকিলাব মঞ্চ।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে এক বিবৃতিতে এই হুঁশিয়ারি দেয় ইনকিলাব মঞ্চ।

বিবৃতিতে বলা হয়, ওসমান হাদি এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। পরিবারের পক্ষ থেকে সিঙ্গাপুরেই অপারেশন করবার অনুমতি দেওয়া হয়েছে। আপনারা দোয়া করুন আল্লাহ যেন তাকে হায়াতে তাইয়্যেবাহ নসিব করেন।

আর ওসমান হাদি যদি রবের ডাকে সাড়া দিয়ে শহীদের কাতারে শামিল হয়, সেক্ষেত্রে পুরো বাংলাদেশের স্বাধীনতাকামী মজলুম জনতাকে সার্বভৌমত্ব নিশ্চিতকরণে শাহবাগে জড়ো হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।

এতে আরও বলা হয়, খুনিরা গ্রেফতার না হওয়া পর্যন্ত আমরা শাহবাগে অবস্থান করবো এবং পুরো বাংলাদেশকে অচল করে দেওয়া হবে। খুনি যদি ভারতে পালিয়ে যায়, সেক্ষেত্রে ভারত সরকারের সাথে আলোচনা করে যেকোনো মূল্যে তাকে গ্রেফতারপূর্বক ফেরত আনতে হবে।

spot_img
spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img