সোমবার | ২৬ জানুয়ারি | ২০২৬
spot_img

ভারতের গোপালগঞ্জ জেলায় ৮০ বছরের দলিত বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ

ভারতের বিহার রাজ্যের গোপালগঞ্জ জেলার একটি গ্রামে ৮০ বছর বয়সী এক দলিত বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার (১৪ মার্চ) হিন্দুদের হোলি উৎসবের সময় ঘাস কাটতে গেলে তাকে ধর্ষণ করা হয়। ধর্ষণের পর তাকে মারধর ও শ্বাসরোধ করে হত্যার চেষ্টাও করা হয়েছিল। তবে ভাগ্যক্রমে তিনি বেঁচে যান।

রবিবার (১৭ মার্চ) স্থানীয় পুলিশ অফিসার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় পুলিশের এক কর্মকর্তা বলেন, “বৃদ্ধা মাঠে ঘাস কাটার সময় ধর্ষক তাকে পিছন থেকে জাপটে ধরে। তিনি পালানোর চেষ্টা করলে ধর্ষক তার গলা চেপে ধরে ও ধর্ষণ করে। এসময় তিনি অজ্ঞান হয়ে যান। ফলে তাকে মৃত ভেবে ফেলে রেখে যায় অভিযুক্তরা”

তিনি আরও বলেন, “আক্রান্ত বৃদ্ধার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এমনকি তার চোখ উপড়ে ফেলারও চেষ্টা করা হয়েছে।”

আক্রান্তের পরিবার জানিয়েছে, ১৯ ঘণ্টা পর জ্ঞান ফিরে পাওয়ার পর পুরো ঘটনা পরিবারকে জানান বৃদ্ধা।

পুলিশের এফআইআর-এ মোট সাতজনকে অভিযুক্ত করা হয়েছে। ইতোমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় পুলিশ আশ্বাস দিয়েছে যে দোষীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

সূত্র: দি অবসারভার পোস্ট

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ