শুক্রবার | ১৯ সেপ্টেম্বর | ২০২৫

মাওলানা মামুনুল হককে ৭ দিনের রিমান্ড দিল আদালত

হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব, সংগঠনটির ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক ও বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হকের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ সোমবার (১৯ এপ্রিল) ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী তার জামিন আবেদন নামঞ্জুর করে সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন।

২০২০ সালের মোহাম্মদপুর থানার দায়ের করা একটি মামলায় মাওলানা মামুনুল হককে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

অপরদিকে মামুনুল হকের আইনজীবী তার রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেছেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারীর আদালত তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে রোববার রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া মাদরাসা থেকে মাওলানা মামুনুল হককে গ্রেফতার করে পুলিশ।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img