বৃহস্পতিবার | ১৮ সেপ্টেম্বর | ২০২৫

কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে জঙ্গিবিমান মোকাবেলা করল হামাস

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলী বিমান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ফিলিস্তিনিরা। ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন কাস্সাম ব্রিগেড এক বিবৃতিতে বলেছে, গতরাত ১টা ৩৫ মিনিটে ইহুদিবাদী ইসরাইলী জঙ্গিবিমান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে আকাশ প্রতিরক্ষা ইউনিট।

এর ফলে জঙ্গিবিমানগুলো ফিরে যেতে বাধ্য হয়। লেবাননের আল-মায়াদিন টিভি চ্যানেল জানিয়েছে, ফিলিস্তিনি যোদ্ধারা ইহুদিবাদী ইসরাইলী জঙ্গিবিমান লক্ষ্য করে কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এই প্রথম এ ধরণের অস্ত্র ব্যবহার করলো ফিলিস্তিনি সংগ্রামীরা।

গত মধ্যরাতে খান ইউনিস এলাকার কয়েকটি স্থানে একাধিক জঙ্গিবিমানের সাহায্যে হামলা চালায় দখলদার ইসরাইল।

ইহুদিবাদী ইসরাইলি সূত্রগুলো দাবি করেছে, গাজা উপত্যকার পার্শ্ববর্তী ইহুদি উপশহরগুলোতে গতরাতের রকেট হামলার জবাবে বোমাবর্ষণ করা হয়েছে।

সম্প্রতি বায়তুল মুকাদ্দাসে আল-আকসা মসজিদসহ এর আশেপাশের এলাকায় ফিলিস্তিনিদের ওপর ইসরাইলী বাহিনীর হামলা বেড়েছে। ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলো হামলা বন্ধের দাবি জানিয়ে আসছে। একইসঙ্গে তারা পাল্টা পদক্ষেপ নেওয়ার হুমকি দিচ্ছে।

সূত্র: পার্সটুডে

spot_img
spot_img

এই বিভাগের

spot_img