কয়েক দিন ধরে তীব্র তাপপ্রবাহে নাকাল রাজধানীসহ দেশের বেশির ভাগ অঞ্চলের মানুষ। বৈশাখের শুরু থেকেই একের পর এক তাপমাত্রার রেকর্ড হচ্ছে। এ অবস্থায় বৃষ্টির প্রার্থনায় রাজধানীতে বিশেষ নামাজ আদায় করেছেন মুসল্লিরা। আবহাওয়া অফিসের পূর্বাভাসে উঠে এলো কাঙ্ক্ষিত বৃষ্টির আভাস।
বুধবার (১৯ এপ্রিল) ঢাকাসহ দেশের কয়েকটি অঞ্চলে সীমিত পরিসরে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। মঙ্গলবার (১৮ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানা গেছে।
তবে সকাল সাড়ে ৮টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঢাকার আকাশে মেঘ বা বৃষ্টির কোনো আলামত বোঝা যায়নি। পরিষ্কার আকাশে সকালের সূর্য বেশ উত্তাপ ছড়াচ্ছে। বোঝা যাচ্ছে, অন্য দিনগুলোর মতো বুধবারও তাপমাত্রা রেকর্ড ছুঁতে পারে।
মঙ্গলবার সন্ধ্যার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে।
এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।









