শুক্রবার | ২৪ অক্টোবর | ২০২৫

মিছিল শেষে পালানোর সময় নিষিদ্ধ ছাত্রলীগের জেলা সভাপতি গ্রেপ্তার

রাজধানীতে ঝটিকা মিছিল শেষে পালানোর সময় নিষিদ্ধ ছাত্রলীগের নড়াইল জেলা সভাপতি নাইম ভুঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। নাইম ভুঁইয়া নড়াইলে সংঘটিত বৈষম্যবিরোধী আন্দোলনে প্রত্যক্ষ হামলাকারী এবং আন্দোলনে হামলার একাধিক মামলার এজাহারনামীয় আসামি।

রোববার (১৮ মে) বিকেল সাড়ে ৪টার দিকে মিছিল শেষে তাকে গ্রেপ্তার করে পল্টন মডেল থানা পুলিশ। এ তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট থানার সেকেন্ড অফিসার মোমিনুর রহমান।

পল্টন মডেল থানা সূত্রে জানা যায়, বিকেলে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেট এলাকায় মিছিল বের করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে পল্টন মডেল থানা ও ডিবি পুলিশের সদস্যরা। মিছিলের ঘটনায় এখন পর্যন্ত নাইম ভূইয়াসহ আটজনকে আটক করে পল্টন থানায় আনা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img