শুক্রবার | ২৩ জানুয়ারি | ২০২৬
spot_img

ইরানের প্রতি মুসলিম ব্রাদারহুডের সংহতি; বিভেদের পরিবর্তে ইসরাইল বিরোধী ঐক্যের আহ্বান

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলে হামলা চালানোর ব্যাপারে ইরানের প্রতি সংহতি প্রকাশ করেছে মুসলিম বিশ্বের প্রভাবশালী রাজনৈতিক ও সামাজিক সংগঠন মুসলিম ব্রাদারহুড।

বৃহস্পতিবার (১৯ জুন) মিডল ইস্ট মনিটরের খবরে একথা জানানো হয়।

খবরে বলা হয়, ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলে হামলা চালানোর ব্যাপারে ইরানের পাশে থাকার পূর্ণ সংহতি প্রকাশ করেছে মুসলিম ব্রাদারহুড।

বুধবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী আল খোমেনীর কাছে পাঠানো এক আনুষ্ঠানিক বার্তায় দলটির ভারপ্রাপ্ত মহাসচিব ড. সালাহ আব্দুল হক এই সংহতির কথা জানান।

তিনি বলেন, বর্তমান সংঘর্ষ ইরানের বিরুদ্ধে ইসরাইলের কোনো একক যুদ্ধ নয়; বরং এটি প্রতিরোধ আন্দোলন দলগুলোকে টার্গেট করার ধারাবাহিক প্রচেষ্টার নতুন অধ্যায়। বিশেষত, ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন (হামাস) কে সমর্থন দিয়ে যাওয়ায় এখন ইরানকে নিশানা বানানো হচ্ছে।

বার্তায়, ইরানে ইসরাইলী হামলাকে তিনি অঞ্চলজুড়ে দখলদারিত্ব জোরদারের লক্ষ্যে পরিচালিত একটি কৌশলগত উত্তেজনা ও সংঘর্ষ বলে উল্লেখ করেন।

তিনি আরো বলেন, সাম্রাজ্যবাদী আমেরিকা ও কিছু পশ্চিমা দেশের নিঃশর্ত সমর্থনের কারণে ইসরাইলের জন্য এই আগ্রাসন পরিচালনা সম্ভব হয়েছে। এর পক্ষে তিনি ২০২৩ এর ৭ অক্টোবর তুফানুল আকসা অভিযানের বিপরীতে নিরাপত্তা নিশ্চিতে ইসরাইলের ব্যর্থতার কথা টেনে আনেন।

এছাড়াও বলেন, জায়োনিস্ট ইসরাইলের দখলদার বাহিনী তাদের হামলায় জাতি, মতবাদ বা ধর্মীয় উপাধির কোনো পার্থক্য করে না; বরং যারাই প্রতিরোধ আন্দোলনকে সমর্থন করে, প্রত্যেককে টার্গেট করে। হোক তা ইসলামী প্রজাতন্ত্র ইরানের মতো কোনো রাষ্ট্র বা মুসলিম ব্রাদারহুডের মতো কোনো ইসলামী আন্দোলন।

মুসলিম বিশ্বের প্রভাবশালী সংগঠনটির ভারপ্রাপ্ত মহাসচিব ইসরাইলকে সকলের সাধারণ বা এক শত্রু আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে ঐক্যের আহবান জানান।

তিনি বলেন, মতবাদ ও ইতিহাসভিত্তিক বিভেদের ঊর্ধ্বে উঠে সাধারণ শত্রুর মোকাবিলায় আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।

এছাড়া জোর দিয়ে বলেন, আজকের ফিলিস্তিন, লেবানন, ইয়েমেন ও ইরানসহ গোটা অঞ্চলের যে অবস্থা, তা একটি সমন্বিত ইসলামী কৌশলগত ঐক্যের দাবি রাখে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ