ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের প্রধানমন্ত্রী মোল্লা মুহাম্মদ হাসান আখুন্দ এবং পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের মাঝে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বাখতার নিউজের এক প্রতিবেদনে একথা জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, পাক উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আফগান প্রধানমন্ত্রী মোল্লা মুহাম্মদ হাসান আখুন্দের সাথে কাবুলে একটি বৈঠকে মিলিত হয়েছেন।
বৈঠকে আফগান প্রধানমন্ত্রী সম্প্রতি আফগানিস্তান, উজবেকিস্তান এবং পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত ত্রিপক্ষীয় চুক্তির গুরুত্বের উপর জোর দিয়ে বলেন, “আমরা ট্রান্স-আফগান প্রকল্পটিকে সফল করতে সর্বোচ্চ চেষ্টা করছি, যার মাধ্যমে আমাদের তিন দেশের মধ্যে সংযোগ এবং অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি পাবে।
ইসহাক দার এসময় পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের পক্ষ থেকে আফগান প্রধানমন্ত্রী হাসান আখুন্দকে উষ্ণ শুভেচ্ছা পৌঁছে দেন। তাকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান।
এছাড়া ত্রিপক্ষীয় চুক্তি নিয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, পুনরায় ক্ষমতায় আসা ইমারাত সরকারের ত্রিদেশীয় এই চুক্তি বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদী।
জবাবে আফগান প্রধানমন্ত্রী আমন্ত্রণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং উপযুক্ত সময়ে পাকিস্তান সফরের আগ্রহ প্রকাশ করেন।