সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মুহাম্মাদ বিন সালমান ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আবদুল্লাহিয়ানের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (১৮ আগস্ট) জেদ্দায় বৈঠকটি অনুষ্ঠিত হয়।
গত মার্চ মাসে চীনের মধ্যস্থতায় কয়েক বছরের দ্বন্দ্বের অবসান ঘটে তেহরান ও রিয়াদের মধ্যে। কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর এটিকে সর্বোচ্চ পর্যায়ের বৈঠক বলা হচ্ছে।
বৈঠকের পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, জেদ্দায় সৌদি যুবরাজ প্রধানমন্ত্রী মুহাম্মদ বিন সালমানের সাথে আজ আমাদের ৯০ মিনিটের (দেড় ঘন্টার) একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দ্বিপাক্ষিক সহযোগিতা বিষয়ে খোলামেলা আলোচনাটি অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। সর্বক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক স্থিতিশীল রাখতে দু’দেশের প্রধানদের সম্মতিক্রমে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়। অঞ্চলের সকলের স্বার্থে সার্বিক নিরাপত্তা ও উন্নয়নের বিষয়ে আমরা একমত হয়েছি।
সাম্প্রতিক কয়েক বছর ধরে মার্কিন আমেরিকা ও সৌদি আরবের মধ্যে কূটনৈতিক সম্পর্কের নানাবিধ সমস্যা দেখা দেয়। সমস্যা চলাকালীন সময়ের মধ্যেই ইরান ও সৌদি আরবের মধ্যে পুনরায় কূটনৈতিক সম্পর্ক স্থাপনে সম্মত হন সৌদি প্রধানমন্ত্রী মুহাম্মাদ বিন সালমান।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে দেখা যায়, মুহাম্মাদ বিন সালমান ও আমির আবদুল্লাহিয়ান হাসিখুশি ভাবেই আলোচনা করছেন। এসময় ইরানের প্রতিনিধি ও সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল তাদের দিকে তাকিয়ে আছেন।
সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ এ বৈঠকের বিষয়ে জানিয়েছে, আন্তর্জাতিক ও আঞ্চলিক উন্নয়ন নিয়ে আলোচনা করেছেন এই দুই নেতা।
ইরানের শিয়া ধর্মাবলম্বীদের নেতা ও সৌদি আরবের সুন্নি শাসকদের মধ্যকার দ্বন্দ্ব এই অঞ্চলে অশান্তি সৃষ্টির কারণ হয়ে দাঁড়িয়েছিল। কারণ এ দেশ দুইটি ইরাক, সিরিয়া, লেবানন, ইয়েমেন এবং বাহরাইনে চলমান সংঘাতে প্রভাব বিস্তারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছিল।
গত মার্চ মাসে রিয়াদ ও তেহরানের মাঝে মধ্যস্থতা করে চীন। যার ফলে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে এ দেশ দুইটি।
গত জুন মাসে সৌদি যুবরাজ ফয়সাল তেহরান সফর করেন। সফরের পর তিনি জানান, সঠিক সময়ে সৌদি আরব সফরে আসবেন ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসি।
শুক্রবার সৌদি রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, মধ্যপ্রাচ্য জুড়ে নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিংকেনের সাথেও আলোচনা করেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী।
উল্লেখ্য; এ বৈঠকটির পূর্বে আব্দুল্লাহিয়ান ও পররাষ্ট্রমন্ত্রী ফয়সালের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকটির পর আবদুল্লাহিয়ান বলেন, সৌদি আরব ও ইরানের মধ্যকার চলমান সম্পর্ক সঠিক পথে রয়েছে।
সূত্র: মিডল ইস্ট মনিটর