পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র রাষ্ট্রদূত শাফাকত আলী খান জানিয়েছেন, পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে স্বাক্ষরিত ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি পুরোপুরি প্রতিরক্ষামূলক এবং এর মাধ্যমে অন্য কোনো দেশের বিরুদ্ধে অবস্থান নেওয়ার উদ্দেশ্য নেই।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
এতে তিনি বলেন, দুই দেশের নেতৃত্ব দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
মুখপাত্র বলেন, পাকিস্তান ও সৌদি আরব ভ্রাতৃত্ব, বিশ্বাস, কৌশলগত স্বার্থ ও অর্থনৈতিক আন্তঃনির্ভরতার এক অনন্য সম্পর্কে আবদ্ধ। ষাটের দশক থেকে প্রতিরক্ষা সহযোগিতা দুই দেশের সম্পর্কের অন্যতম ভিত্তি, যা আরও জোরদার করতে দুই দেশের নেতারা অঙ্গীকার করেছেন। তিনি আরও জানান, এ চুক্তি আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতায় ইতিবাচক ভূমিকা রাখবে।
প্রসঙ্গত, সৌদি-পাকিস্তান চুক্তি নিয়ে উদ্বিগ্ন ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে বলেছেন, আমরা এই গুরুত্বপূর্ণ অগ্রগতির দিকে নজর রাখছি এবং আমাদের জাতীয় নিরাপত্তা, আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতার ওপর এর সম্ভাব্য প্রভাবগুলো খতিয়ে দেখছি। ভারত সরকার তার স্বার্থ রক্ষা ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
উল্লেখ্য, ১৭ সেপ্টেম্বর রিয়াদে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ চুক্তিতে স্বাক্ষর করেন। এতে উল্লেখ করা হয়, যে কোনো এক দেশের ওপর আগ্রাসন মানে উভয় দেশের ওপর আগ্রাসন হিসেবে গণ্য হবে।