শুক্রবার, মে ৯, ২০২৫

হাফিজ সাইদকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে পাকিস্তানের আদালত

spot_imgspot_img

পাকিস্তানে লস্কর-ই-তাইবা (এলইটি) প্রতিষ্ঠাতা এবং জামাত উদ দাওয়ার প্রধান হাফিজ সাইদকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) তাকে এ কারাদণ্ড দেওয়া হয়।

এর আগে এই বছরের ফেব্রুয়ারি মাসে পাকিস্তানের অ্যান্টি টেররিজম আদালত হাফেজ সাঈদকে ১১ বছরের কারাদণ্ড দেয়। তিনি লাহোরের উচ্চ পর্যায়ের নিরাপত্তায় কোট লাখপেত জেলে বন্দি রয়েছেন।

জানা যায়, পাকিস্তানের ওই আদালত হাফিজ-সহ জামাত উদ দাওয়ার মোট ৪ নেতাকে কারাদণ্ড দিয়েছে। হাফিজ ছাড়াও জাফর ইকবাল এবং ইয়াহিয়া মুজাহিদ নামে তার ২ সহযোগীকে মোট সাড়ে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া হাফিজের শ্যালক আব্দুল রহমান মক্কিকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img