ইনসাফ | নাহিয়ান হাসান
এবারও মাস্টার্স সমমান আল হাইয়াতুল উলয়া বোর্ডের অধীন দাওরায়ে হাদিস পরীক্ষার মেধা তালিকায় প্রথম স্থান অর্জন করে নিয়েছে হাটহাজারী খ্যাত দারুল উলুম মঈনুল ইসলাম এর এক শিক্ষার্থী।
২০১৯-২০ শিক্ষাবর্ষে দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী থেকে শিক্ষা সমাপনকারী ও আল হাইয়াতুল উলয়ার অধীনে অনুষ্ঠিত দাওরায়ে হাদিসের পরীক্ষায় পুরো বাংলাদেশে ১ম স্থান অর্জন করেছে শরীফ মুহাম্মদ ইসমাইল।
তার ঘনিষ্ঠজন মাওলানা আবু রায়হান উজানবী সূত্রে জানা যায়, শরীফ মুহাম্মদের বাড়ি চাঁদপুর জেলার কচুয়া থানার অন্তর্গত সুবিদপুর গ্রামে অবস্থিত।
তার পিতা মুহাদ্দিস ইলিয়াছ ফরিদী চাঁদপুরের জাফরাবাদ মাদরাসায় মুহাদ্দিস হিসেবে হাদিস অধ্যাপনায় নিয়োজিত আছেন এবং তার মা গৃহিণী। ৩ ভাই ও ৪ বোনের মাঝে শরীফ মুহাম্মদ সবার বড়।
২০১৯-২০ শিক্ষাবর্ষে হাটহাজারী মাদরাসায় ভর্তির আগে তিনি কুমিল্লার দারুল উলুম বরুড়া মাদরাসায় জামাতে তাইসির থেকে মেশকাত পর্যন্ত কৃতিত্বের সাথে অধ্যয়ন করেন। বেফাকুল মাদারিসিল আরাবিয়্যাহর অধীনে অনুষ্ঠিত সানাবিয়া উলয়ার পরীক্ষাতেও ২য় স্থান অর্জনের কৃতিত্ব লাভ করেন।
বর্তমানে তিনি চাঁদপুরের ফুলছোঁয়া মাদরাসায় উচ্চতর তাফসির বিভাগে অধ্যয়নরত আছেন।