শুক্রবার | ৫ ডিসেম্বর | ২০২৫

গাজ্জায় ৪০০০ নতুন যোদ্ধা নিয়োগ দিয়েছে হামাস

ফিলিস্তিনের গাজ্জায় চার হাজার নতুন যোদ্ধা নিয়োগ দিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।

বুধবার (১৮ ডিসেম্বর) ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল নিয়ন্ত্রিত নিউজ ওয়েবসাইট ওয়াল্লা এ তথ্য জানিয়েছে।

ইসরাইলি সেনা কমান্ডাররা বলছে, নতুন যোদ্ধারা হামাসের সেইসব কমান্ডারের সঙ্গে কাজ করছে যারা ইসরাইলের ভয়াবহ হত্যাযজ্ঞ থেকে প্রাণে রক্ষা পেয়েছেন। তারা আরো বলেছেন, উত্তর ও দক্ষিণ গাজায় ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য হামাস নিজেকে পুনর্গঠিত করার চেষ্টা করছে।

ইসরাইলি সেনাদের এমন বক্তব্যের এক মাস আগে হামাসের সামরিক বাহিনী জ্জাদ্দিন আল-কাসসাম ব্রিগেডের একজন সিনিয়র কমান্ডার বলেছিলেন, গাজ্জা উপত্যকা জুড়ে ইসরাইলের ভয়াবহ হামলা সত্ত্বেও তারা নতুন যোদ্ধা নিয়োগ দিয়েছেন।

গাজ্জার যুদ্ধক্ষেত্রের ওপর আল-কাসসাম ব্রিগেড নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে বলে ইসরাইলের সামরিক বাহিনী ও গণমাধ্যম যে দাবি করে আসছে তা প্রত্যাখ্যান করে ইসরাইলি কমান্ডার বলেন, গাজ্জা জুড়ে কমান্ডাররা নিজেদের মধ্যে এবং সার্বিকভাবে হামাস নেতাদের মধ্যে চমৎকার যোগাযোগ ও বোঝাপড়া রয়েছে।

সূত্র: পার্সটুডে

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img