ফিলিস্তিন ও ইসরাইলের যুদ্ধবিরতির বিষয়ে দোহায় অনুষ্ঠিত আলোচনায় অগ্রগতি হয়েছে। হামাসের একটি সূত্র জানায়, প্রথমিক পর্যায়ে যুদ্ধবিরতি হবে ৪২ দিনের।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) পাকিস্তানি গণমাধ্যম ডেইলি জং এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
যুদ্ধবিরতির চুক্তিতে যা থাকছে:
প্রথম ধাপে গাজ্জায় ইসরাইলি নারী ও বয়স্ক বন্দিদের মুক্ত করা হবে। বিনিময়ে ইসরাইলে বন্দি ফিলিস্তিনিদের মুক্ত করতে হবে।
ইসরাইলি সৈন্যরা প্রথমে গাজ্জার পূর্ব সীমান্তের দিকে পিছু হটবে। এরপর পর্যায়ক্রমে তারা পরিপূর্ণভাবে গাজ্জা ছেড়ে চলে যাবে। বিনিময়ে গাজ্জায় বন্দি ইসরাইলি সেনাদেরকে ছেড়ে দেয়া হবে।
ইসরাইলের সেনাপ্রধান জানান, গজ্জায় বন্দি ১০০ ইসরাইলি সৈন্যকে মুক্ত করার বিষয়ে হামাসের সাথে আলোচনা চলছে।
সূত্র : ডেইলি জং









