শুক্রবার, মে ৯, ২০২৫

ইরান সফরে আফগান সুপ্রিম কোর্টের প্রতিনিধি দল; হস্তান্তর করা হবে ১৫০০ আফগান কারাবন্দিকে

spot_imgspot_img

২০২৪ সালের তথ্য অনুযায়ী, ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানের অন্তত ৭ হাজার নাগরিক ইরানের কারাগারে বন্দি রয়েছেন। তবে খুব শীঘ্রই এসব বন্দিদের মধ্য থেকে দেড় হাজার আফগান নাগরিককে আফগান কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে তেহরান।

রবিবার (১৯ জানুয়ারি) ইরানের সুপ্রিম কোর্টের বৈদেশিক সম্পর্ক ও মিডিয়া বিভাগের প্রধান আব্দুর রহিম রশিদ এই তথ্য প্রদান করেছেন।

প্রসঙ্গত, এই মুহূর্তে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের সুপ্রিম কোর্টের একটি প্রতিনিধি দল ইরান সফরে রয়েছেন। ইরানের আদালতের কর্মকর্তাদের সাথে অনুষ্ঠিত একটি বৈঠকের পর এসব জানানো হয়েছে।

আব্দুর রহিম আরো বলেন, “ইরানে থাকা আফগান কারাবন্দি ও শরণার্থীদের সাথে ইসলামিক ভ্রাতৃত্বের বন্ধন অনুযায়ী আচরণ করার উপর জোর দিয়েছেন ইরানের ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী কাজিম ঘারিবাবাদি।”

তিনি আরো জানান, আফগান শরণার্থীদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ ও শিক্ষার সুযোগ করে দেওয়ারও আহ্বান জানানো হয়েছে ইরানের আদালতের পক্ষ থেকে। এই সফরে ইরানের একটি কিশোর উন্নয়ন কেন্দ্র পরিদর্শন করেছেন আফগান প্রতিনিধি দলটি।

উল্লেখ্য, গত তিন বছরে ৯০ জন আফগান নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। বর্তমানে কারাগারে থাকা অধিকাংশ আফগানের উল্লেখযোগ্য অপরাধের মধ্যে রয়েছে মাদক পাচার, চুরি ও অবৈধ প্রবেশ।

সূত্র: তোলো নিউজ

সর্বশেষ

spot_img
spot_img
spot_img