শুক্রবার, মে ৯, ২০২৫

গাজ্জায় যুদ্ধবিরতি ইসরাইলের জন্য বড় পরাজয় : ইরানি জেনারেল

spot_imgspot_img

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানি বলেছেন, ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হওয়ার ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের জন্য অনেক বড় পরাজয়।

রোববার (১৯ জানুয়ারি) তেহরানে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জেনারেল ইসমাইল কানি বলেন, ফিলিস্তিন ও লেবাননের জনগণের ওপর ১৫ মাস ধরে সীমাহীন নৃশংসতার পর, নির্মম, রক্তপিপাসু এবং শিশুহত্যাকারী ইহুদিবাদী সরকারকে চরম অবমাননার সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি মেনে নিতে বাধ্য করা হয়েছে।

তিনি বলেন, গাজ্জায় যুদ্ধবিরতি ইসরাইলি সরকারের ওপর আরোপিত হয়েছে। যুদ্ধবিরতি চুক্তিতে অতীতে ফিলিস্তিনিরা যে সমস্ত ধারার ওপর জোর দিয়েছিল তা অন্তর্ভুক্ত রয়েছে।

তিনি আরও বলেন, ইসরাইল সরকারের অপমান এবং তাদের জীবনের সবচেয়ে বড় পরাজয়ের কথা (রোববার) উন্মোচিত হবে।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img