বুধবার, মার্চ ১২, ২০২৫

গার্ডিয়ানের বিক্রয়কেন্দ্রে আগুন; পুড়ে ছাই কোটি টাকার বই

রাজধানীর পুরান ঢাকার বাংলাবাজার এলাকায় অবস্থিত গার্ডিয়ান প্রকাশনীর একটি বিক্রয়কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কোটি টাকা মূল্যের বই পুড়ে গেছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে আগুন লাগে। এতে বিক্রয়কেন্দ্রে থাকা সব বই পুড়ে গেছে বলে জানা যায়।

প্রকাশনীটির জেনারেল ম্যানেজার মো. নাজমুল হুদা গণমাধ্যমকে জানান, আনুমানিক ভোর ৪টার দিকে আগুন লাগে। আমরা ৫টার দিকে খবর পাই। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের সদরঘাট ইউনিটকে জানানো হলে তারা তাৎক্ষণিক চলে আসে। সকাল সাড়ে ৭টার দিকে আগুন নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।

তিনি জানান, এ অগ্নিকাণ্ডের ফলে আমাদের প্রায় ১ কোটি টাকার মতো ক্ষতি হয়েছে। শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। তবে সিসিটিভি ফুটেজ দেখে পরে বিস্তারিত জানানো হবে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img