বৃহস্পতিবার, মার্চ ২০, ২০২৫

চাদর-পার্চি প্রথাকে শরীয়ত বিরোধী বলে রায় দিয়েছে পাকিস্তানের শরীয়াহ আদালত

পাকিস্তানের শরীয়াহ আদালত চাদর-পার্চি প্রথাকে শরীয়ত বিরোধী বলে রায় দিয়েছে।

বুধবার (১৯ মার্চ) চীফ জাস্টিস ইকবাল হামিদুর রহমানের নেতৃত্বে শরীয়াহ আদালত এই রায় দেয়।

রায়ে বলা হয়, পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে যে চাদর-পার্চির প্রথা প্রচলিত, তা ইসলামী বিধানের পরিপন্থী। কারণ, আল্লাহ পাক নারীদের যে অধিকার কুরআন ও সুন্নাহ দ্বারা সংরক্ষিত করেছেন, এই প্রথা তার সম্পূর্ণ বিপরীত।

সামাজিক চাপ থাকলেও এই প্রথার অধীনে কোনো নারীকে উত্তরাধিকার থেকে বঞ্চিত করা ইসলামী বিধান ও শরীয়াহ আইনের পরিপন্থী বলে বিবেচিত হবে। যারা এই শরীয়ত বিরোধী কাজে জড়িত থাকবে, তাদের পাকিস্তান শরীয়াহ আইনের ধারা ৪৯৮-এর অধীনে বিচারের আওতায় আনা হবে এবং কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে।

চাদর-পার্চি প্রথার নামে নারীদের উত্তরাধিকার বঞ্চিত করা, জাহেলি যুগের রীতির অনুসরণ করা, যা ইসলাম বহু আগেই বাতিল করেছে। জাহেলিয়াতের যুগেও নারীদের স্ত্রী বানিয়ে উত্তরাধিকার সম্পদ আত্মসাৎ করা হতো এবং তাদের উত্তরাধিকার থেকে বঞ্চিত করা হতো।

এছাড়া রায়ে শরীয়াহ আইন অনুযায়ী নারীদের উত্তরাধিকার প্রদান নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়। সরকারকে শরঈ নারী অধিকার নিশ্চিত করতে দেশজুড়ে জনসচেতনতা গড়ে তোলার কার্যকর পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়।

শরীয়াহ আদালতে দাখিলকৃত অভিযোগপত্রে চাদর-পার্চি প্রথার জন্য খাইবার-পাখতুনখোয়ার দক্ষিণের সীমান্ত জেলা শহর বান্নুর নাম বিশেষভাবে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, চাদর-পার্চি এমন একটি প্রথা, যেখানে কোনো নারীকে তার পরিবারের চাচা, মামা, খালা বা ফুফু কোনোভাবে নিজ ছেলের জন্য চাদর জড়িয়ে ওড়না পরিয়ে স্ত্রী হিসেবে রেখে দেয়। এক্ষেত্রে, ওই নারী কাগজে কলমে স্ত্রীর মর্যাদা না পাওয়ায় স্বামীর উত্তরাধিকার থেকে বঞ্চিত থাকে এবং প্রথাগত স্ত্রী হওয়ায় নিজ পরিবারের উত্তরাধিকার থেকেও তাকে বঞ্চিত করা হয়।

আবার এমন চাদর-পার্চি প্রথাও রয়েছে, যেখানে কোনো নারীর দায়িত্ব যদি তার পরিবারের কেউ নিতে চায়, তবে চাদর ও ওড়না দিয়ে তার দায়িত্ব গ্রহণ করা হয়। এটি স্বামীর পরিবার কিংবা নিজ পরিবারের পক্ষ থেকেও হতে পারে। এক্ষেত্রে, তার দায়িত্ব ভার গ্রহণ করায় তাকে তার অংশের উত্তরাধিকার থেকে বঞ্চিত রাখা হয়।

সূত্র: জাঙ্গ

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img