বৃহস্পতিবার | ১৮ সেপ্টেম্বর | ২০২৫

জেরুসালেমের সহিংসতা বন্ধের আহ্বান জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ ইউরোপীয় দেশের

মসজিদুল আকসাকে ঘিরে সপ্তাহজুড়ে সহিংসতার পর মঙ্গলবার জেরুসালেমে সংঘর্ষ বন্ধের আহ্বান জানিয়েছে পাঁচ ইউরোপীয় দেশ।

বুধবার (২০ এপ্রিল) জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার জরুরি বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।

আয়ারল্যান্ড, ফ্রান্স, এস্তোনিয়া, নরওয়ে এবং আলবেনিয়া এই আহ্বান জানায়। বৈঠক ডাকা দেশগুলোর মধ্যে থাকা সত্ত্বেও সংযুক্ত আরব আমিরাত ও চীন যৌথ বিবৃতিতে অংশ নেয়নি।

পাঁচ দেশের ওই বিবৃতিতে বলা হয়, সহিংসতা অবিলম্বে বন্ধ করা দরকার। আরও বেসামরিক লোকদের হতাহতের ঘটনা রোধের বিষয় অগ্রাধিকার দিতে হবে। পবিত্র স্থানগুলোর স্থিতাবস্থা অবশ্যই সম্পূর্ণভাবে সম্মান প্রদর্শন করতে হবে।

সূত্র: আনাদোলু এজেন্সি

spot_img
spot_img

এই বিভাগের

spot_img