পাক-ভারত যুদ্ধে পাকিস্তানকে প্রকাশ্য সমর্থন করায় তুরস্কের কসমেটিকস, পোশাক, চকলেট, কফি ও অন্যান্য তুর্কি পণ্য বিক্রি বন্ধ করছে ভারতের উগ্র হিন্দুত্ববাদীরা।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স।
সম্প্রতি ভারতের দখলকৃত পহেলগাঁওয়ে বন্দুকধারীর হামলাকে কেন্দ্র করে পাকিস্তানে হামলা চালায় ভারত। জবাবে পাল্টা হামলা চালায় পাকিস্তান। পাক-ভারতের এমন উত্তেজনায় পকিস্তানকে প্রকাশ্য সমর্থন জানায় তুরষ্ক। এর প্রতিক্রিয়ায় অল ইন্ডিয়া কনজ্যুমার প্রোডাক্টস ডিস্ট্রিবিউটরস ফেডারেশন (যারা এক কোটি তিন লাখের বেশি মুদি দোকানে পণ্য সরবরাহ করে) তুরস্কের সব পণ্যের ওপর অনির্দিষ্টকালের জন্য সম্পূর্ণ বয়কট ঘোষণা করেছে। ফলে চকলেট, ওয়েফার, জ্যাম, বিস্কুট ও স্কিনকেয়ার সামগ্রির মতো তুর্কি পণ্যগুলো সরিয়ে নেওয়া হচ্ছে দোকানগুলো থেকে।
অনলাইন খুচরা বাজারেও এর প্রভাব পড়েছে। ফ্লিপকার্ট এবং রিলায়েন্সের মালিকানাধীন ফ্যাশন প্ল্যাটফর্মগুলো তাদের সাইট থেকে একের পর এক তুর্কি ব্র্যান্ড সরিয়ে ফেলছে। যেমন ফ্লিপকার্টের সহযোগী মিন্ত্রা তাদের প্ল্যাটফর্ম থেকে ট্রেন্ডিওল, এলসি ওয়াকিকি ও মাভি’র মতো জনপ্রিয় তুর্কি পোশাক ব্র্যান্ডগুলো বাদ দিয়েছে। মিন্ত্রার একটি সূত্র জানিয়েছে, জাতীয় স্বার্থ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তবে এতে ফ্লিপকার্ট বা ওয়ালমার্টের সরাসরি কোনো সম্পৃক্ততা নেই।
তবে ভারত সরকার আনুষ্ঠানিকভাবে তুরস্কের পণ্য বয়কটের কোনো ঘোষণা দেয়নি। দেশটি প্রতিবছর তুরস্ক থেকে প্রায় ২ দশমিক ৭ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করে, যার বেশিরভাগই খনিজ জ্বালানি ও মূল্যবান ধাতু।