মঙ্গলবার | ১৬ ডিসেম্বর | ২০২৫

ফিল্ড মার্শালের মর্যাদা পেলেন পাক সেনাপ্রধান জেনারেল আসিম মুনির

পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিম মুনিরকে ‘ফিল্ড মার্শাল’ পদে উন্নীত করেছে দেশটির কেন্দ্রীয় মন্ত্রিসভা।

মঙ্গলবার (২০ মে) প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তানের সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ।

সরকারি সূত্র জানায়, সিদ্ধান্তটি অনুমোদনের পর প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির সঙ্গে সাক্ষাৎ করে তাকে বিস্তারিত অবহিত করেন এবং সিদ্ধান্ত বাস্তবায়নে তার পূর্ণ সমর্থন ও সমন্বয় নিশ্চিত করেন।

এদিন একই বৈঠকে বিমানবাহিনীর প্রধানের মেয়াদ শেষ হলে তার সেবা আরও বাড়ানোর সিদ্ধান্তও নেওয়া হয়।

ফিল্ড মার্শাল পদে উন্নীত হওয়ার পর সৈয়দ আসিম মুনির আল্লাহ তাআলার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি এই মর্যাদাকে জাতি, সশস্ত্র বাহিনী, শহীদ ও প্রাক্তন সৈনিকদের প্রতি উৎসর্গ করেন।

তিনি বলেন, “প্রেসিডেন্ট , প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার প্রতি আমি কৃতজ্ঞ তাদের আস্থার জন্য। এই সম্মান ব্যক্তিগত নয়, বরং এটি গোটা জাতি ও পাকিস্তান সেনাবাহিনীর সম্মান। এ দায়িত্ব পালনে আমি প্রতিশ্রুতিবদ্ধ, এবং লাখো আসিম এই দায়িত্ব পালনে আত্মোৎসর্গে প্রস্তুত।”

তিনি আরও বলেন, “এই সম্মান কেবল একজন ব্যক্তিকে দেওয়া হয়নি, বরং এটি সশস্ত্র বাহিনীর সকল সদস্য ও সমগ্র জাতির প্রতি এক বিশাল স্বীকৃতি।”

সূত্র : এআরওয়াই নিউজ

spot_img
spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img