আগামী সপ্তাহে আমেরিকা সফরে যাচ্ছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। সফরে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেবেন তিনি। এছাড়াও কয়েকটি দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে।
শনিবার (১৯ জুলাই) এক প্রতিবেদনে এ খবর জানায় জিও নিউজ।
নিউইয়র্কে নিরাপত্তা পরিষদের ‘বহুপাক্ষিকতাবাদ এবং বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তির মাধ্যমে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার প্রচার’ শীর্ষক এক বৈঠকে সভাপতিত্ব করবে পাকিস্তান।
এক প্রেস বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন, ‘উচ্চ পর্যায়ের বিতর্কের লক্ষ্য বহুপাক্ষিকতা জোরদার করার উপায় অনুসন্ধান করা এবং বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তির জন্য কূটনীতি ও মধ্যস্থতা বৃদ্ধি করা।’
এছাড়াও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ফিলিস্তিনসহ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে নিরাপত্তা পরিষদের ত্রৈমাসিক উন্মুক্ত বিতর্কেও সভাপতিত্ব করবেন ইসহাক দার।
তিনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি উচ্চপর্যায়ের ব্রিফিংয়েরও সভাপতিত্ব করবেন, যেখানে জাতিসংঘ ও ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)-এর মধ্যে সহযোগিতা বাড়ানোর উপায় নিয়ে আলোচনা হবে।
আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখার জন্য ওআইসি এবং জাতিসংঘের মধ্যে সহযোগিতা জোরদার করার পাকিস্তানের প্রচেষ্টার অংশ হিসেবে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি পাকিস্তানের দৃঢ় প্রতিশ্রুতি এবং অটল সমর্থন প্রকাশে ইসহাক দার ফিলিস্তিন প্রশ্নের শান্তিপূর্ণ নিষ্পত্তি এবং দ্বি-রাষ্ট্রীয় সমাধান বাস্তবায়ন সংক্রান্ত উচ্চ-স্তরের সম্মেলনেও যোগ দেবেন।
নিউইয়র্কে অবস্থানকালে, তিনি জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বেশ কয়েকটি দ্বিপক্ষীয় বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।
বিবৃতিতে বলা হয়, ‘নিউইয়র্ক এবং ওয়াশিংটনে দারের সফর বহুপাক্ষিক ক্ষেত্রে পাকিস্তানের ক্রমবর্ধমান ভূমিকা এবং গুরুত্বের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তার ক্রমবর্ধমান বহুমুখী সম্পর্কের উদাহরণ।’
পাকিস্তান আনুষ্ঠানিকভাবে ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম সুপারিশ করার কয়েক সপ্তাহ পরেই এই সফর হতে যাচ্ছে।