শনিবার | ১২ জুলাই | ২০২৫

অজ্ঞাতদের গুলিতে আশরাফ গনি সরকারের প্রাদেশিক পুলিশ প্রধান নিহত!

spot_imgspot_img

আফগানিস্তানে অজ্ঞাতদের গুলিতে মার্কিন মদদপুষ্ট সাবেক আশরাফ গনি সরকারের প্রাদেশিক পুলিশ প্রধান নিহত হওয়ার খবর পাওয়া গেছে। মোল্লা আচাকজাই নামের ওই পুলিশ কর্মকর্তা আফগানের হেরাট লাগোয়া বদগিস প্রদেশের পুলিশ প্রধানের দায়িত্ব পালন করেছিলেন।

গত বুধবার (১৮ আগস্ট) রাতে রাজধানী কাবুলের কল্লা-ই-নৌতে এ ঘটনা ঘটেছে বলে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশ প্রধান আচাকজাই হত্যার একটি ভিডিও ফুটেজ নেটমাধ্যমে সামনে এসেছে (যার সত্যতা আনন্দবাজার অনলাইন যাচাই করেনি)। তাতে দেখা যাচ্ছে, চোখ এবং হাত বাঁধা এক ব্যক্তিকে হিঁচড়ে মাটিতে বসিয়ে জেরা করছে কয়েকজন। যদিও প্রশ্নকর্তাদের দেখা যাচ্ছে না। বন্দি ব্যক্তিকে অস্ফূট স্বরে কিছু বলতেও শোনা যাচ্ছে। এরপর হঠাৎই আগুনের ঝলকানি এবং গুলির শব্দ।

এদিকে গনি সরকারের প্রাদেশিক এই পুলিশ প্রধানের হত্যাকাণ্ডে তালেবানদের দায়ী করার অভিযোগ তুলেছে ভারতীয় ওই সংবাদমাধ্যমটি।

পত্রিকাটির প্রতিবেদনে আরও বলা হয়, আচাকজাই ‘তালিবান বিরোধী’ হিসেবে পরিচিত ছিলেন। যদিও গত সপ্তাহে হেরাট-সহ ইরান লাগোয়া বিভিন্ন প্রদেশে তালিবান নিয়ন্ত্রণ নেওয়ার পর প্রকাশ্যে দেখা যায়নি তাকে।

সূত্র: আনন্দাবাজার পত্রিকা

সর্বশেষ

spot_img
spot_img
spot_img