বৃহস্পতিবার | ১৮ সেপ্টেম্বর | ২০২৫

ফিলিস্তিনে অবৈধ অনুপ্রবেশে পুলিশের ক্ষমতা আরও বাড়াচ্ছে ইসরাইল

ফিলিস্তিনি এলাকাগুলোতে অবৈধ অনু্প্রবেশ করতে নিজেদের পুলিশের ক্ষমতা আরও বাড়ানোর উদ্যোগ নিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।

তেল আবিবের নতুন উদ্যোগ কার্যকর হলে, কোনো ধরনের ওয়ারেন্ট ছাড়াই ফিলিস্তিনিদের ঘরে অনুপ্রবেশ করে তল্লাশি চালাতে পারবে ইহুদিবাদী ইসরাইলের পুলিশ।

জানা যায়, গত রোববার (১৭ অক্টোবর) পুলিশ বাহিনীর ক্ষমতাবৃদ্ধির একটি বিলে অনুমোদন দিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের মন্ত্রিসভা।

প্রস্তাবনায় বলা হয়েছে, ইসরাইলি পুলিশ যদি মনে করে, তারা কোনো বাড়িতে ঢুকলে ‘গুরুতর অপরাধে’ জড়িত সন্দেহভাজনকে আটক অথবা এ সংক্রান্ত প্রমাণ জোগাড় করতে পারবে, তাহলে সেখানে প্রবেশে আদালতের পূর্বঅনুমতির দরকার হবে না।

মন্ত্রিসভায় অনুমোদনের পর বিলটি ইসরাইলের পার্লামেন্টে তোলা হবে। সেখানে সংখ্যাগরিষ্ঠ ভোটে অনুমোদন পেলে সেটি আইনে পরিণত করা হবে।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img