বৃহস্পতিবার | ২০ নভেম্বর | ২০২৫

রাজনৈতিক উদ্দেশ্যেই জামায়াতের শীর্ষ নেতাদেরকে হত্য| করা হয়েছে: ডা. শফিকুর রহমান

রাজনৈতিক উদ্দেশ্যেই জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি জেনারেল ও সাবেক সমাজকল্যাণ মন্ত্রী আলী আহসান মোহাম্মাদ মুজাহিদসহ শীর্ষ নেতাদেরকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করছে দলটির আমীর ডা. শফিকুর রহমান। মানবতাবিরোধী অপরাধের নামে দেওয়া এসব রায় অসৎ উদ্দেশ্যপ্রণোদিত, সাজানো ও অন্যায় ছিল বলে মন্তব্য দলটির।

বুধবার (১৯ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এসব কথা বলেন।

বিবৃতিতে জামায়াত আমির বলেন, ‘আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ইসলামী আন্দোলনের আদর্শনিষ্ঠ, বলিষ্ঠ ও আপসহীন নেতা ছিলেন। দেশে গণতন্ত্র, আইনের শাসন, ন্যায়বিচার, মানবাধিকার ও ভোটাধিকার প্রতিষ্ঠায় তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।’ তিনি দাবি করেন, ২০০১-২০০৬ মেয়াদে চার দলীয় জোট সরকারের সমাজকল্যাণ মন্ত্রী হিসেবে সততা, দক্ষতা ও স্বচ্ছতার নজির স্থাপন করেছিলেন মুজাহিদ।

শফিকুর রহমান অভিযোগ করেন, ‘পতিত সরকার রাজনৈতিকভাবে জামায়াতকে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে নেতৃত্বশূন্য করার কৌশল গ্রহণ করে। তারই অংশ হিসেবে ষড়যন্ত্রমূলকভাবে মানবতাবিরোধী অপরাধের মামলা সাজানো হয়। দলীয়ভাবে সাজানো মিথ্যা সাক্ষ্যের ভিত্তিতেই তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।’

তিনি বলেন বলেন, ‘সম্প্রতি সুপ্রিম কোর্ট থেকে জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের বেকসুর খালাস প্রমাণ করেছে যে অতীতে দলটির নেতাদের বিরুদ্ধে দেওয়া রায়গুলো ছিল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং প্রহসনমূলক।’ তিনি বলেন, ‘যে প্রধান বিচারপতির নেতৃত্বে মুজাহিদের মৃত্যুদণ্ড ঘোষিত হয়েছিল, তিনি নিজেই পরবর্তীতে দুর্নীতির মামলায় দণ্ডিত হয়েছেন। যে বিচারপতি ন্যায়ভ্রষ্ট, তার রায়ও ন্যায়বিচারবহির্ভূত।’

২০১৫ সালের ২১ নভেম্বর রাত ১২টা ৫৫ মিনিটে আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকর হয়। তার মৃত্যুকে ‘শাহাদাত’ উল্লেখ করে জামায়াত আমির বলেন, ‘মুজাহিদসহ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের ত্যাগ ও রক্তের বিনিময়ে একদিন এই দেশে ইসলামী সমাজ প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ।’ তিনি দাবি করেন, জাতি এখনও তার শূন্যতা গভীরভাবে অনুভব করছে এবং তিনি মানুষের হৃদয়ে স্মরণীয় হয়ে থাকবেন।

জামায়াত আমির আল্লাহর কাছে আলী আহসান মোহাম্মদ মুজাহিদের শাহাদাত কবুলের দোয়া করেন এবং তার ‘অসমাপ্ত কাজ’ বাস্তবায়নে দলীয় জনশক্তি ও দেশবাসীর সহযোগিতা কামনা করেন।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img