বৃহস্পতিবার | ১৮ সেপ্টেম্বর | ২০২৫

সিজদাবস্থায় ইমামের মৃত্যু

বরগুনার পাথরঘাটায় নামাজ পড়ানোর সময় সিজদারত অবস্থায় আবুল হোসেন (৫৮) নামের এক ইমামের মৃত্যু হয়েছে। শনিবার মাগরিবের সময় উপজেলা সদর ইউনিয়নের দক্ষিণ গহরপুর গ্রামের মেহের উদ্দিন মোল্লা বাড়ি জামে মসজিদে এ ঘটনা ঘটে।

আবুল হোসেন হাওলাদার একই গ্রামের দেনছের আলী হাওলাদারের মেজো ছেলে। তিনি দীর্ঘ ২০ বছর যাবত মেহের উদ্দিন মোল্লা বাড়ি জামে

মসজিদে বিনা পারিশ্রমিকে মোয়াজ্জেম ও ইমামের দায়িত্ব পালন করে আসছিলেন।

আজ সকাল দশটায় জানাজা শেষে আবুল হোসেন হাওলাদারকে পারিবারিক কবরস্থানে বাবার পাশে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তার এমন মৃত্যু হওয়ায় সকলে আবেগাপ্লুত।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img