ফিলিস্তিনের গাজ্জা উপত্যকায় ধ্বংসস্তূপের ভেতর থেকে আরও ২২ জনের লাশ পাওয়া গেছে। এ নিয়ে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৪৮ হাজার ৩০০ ছাড়ালো।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) গাজ্জার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় আরও ১৬ জন আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এতে করে ইসরাইলি আক্রমণে আহতের সংখ্যা ১ লাখ ১১ হাজার ৭৪৯ জনে পৌঁছৈছে। অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।
প্রসঙ্গত, ১৫ মাসেরও বেশি সময় গাজ্জায় ভয়াবহ হত্যাযজ্ঞ চালিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। পরে গত মাসের ১৯ তারিখ গাজ্জায় যুদ্ধবিরতি কার্যকর হলে সেখানে ধ্বংসস্তূপের নিচে থেকে একের পর এক উদ্ধার হচ্ছে শহীদ হওয়া ফিলিস্তিনিদের মরদেহ।









