মঙ্গলবার | ২৭ জানুয়ারি | ২০২৬
spot_img

হামাসকে চরম মূল্য দিতে হবে : নেতানিয়াহু

বন্দিবিনিময় চুক্তির অংশ হিসেবে শিরি, এরিয়েল, কেফির বিবাস এবং ওদেদ লিফশিটজ নামে চার ইসারইলি জিম্মির লাশ হস্তান্তর করেছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। সে চারজনের লাশের মাঝে শিরি বিবাসের লাশ নেই বলে দাবি করেছেন ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

তিনি বলেন, হামাস অন্য কারও লাশ তুলে দিয়েছে। শিরিকে ঘরে ফিরতে না দেওয়ার মূল্য চোকাতে হবে হামাসকে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ইসারইলি জিম্মির লাশ হস্তান্তরের পর এক ভিডিও বার্তায় এই দাবি করেন নেতানিয়াহু।

ভিডিও বার্তায় নেতানিয়াহু বলন, আমাদের বাকি জিম্মিদের মতো জীবিত হোক বা মৃত—শিরিকে ঘরে ফেরাব। চুক্তি লঙ্ঘন করে নিষ্ঠুর আচরণের জন্য হামাসকে চরম মূল্য চোকাতে হবে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ