মক্কায় মঙ্গলবার (২৩ মে) পর্যন্ত বজ্রসহ ভারী বর্ষণ ও দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনায় সতর্কতা জারি করেছে সৌদি আরবের সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ।
রবিবার (২১ মে) এবিষয়ে সৌদি সিভিল ডিফেন্সের পক্ষ থেকে একটি বিবৃতি জারি করা হয়।
বিবৃতিতে বলা হয়, রবিবার (২১ মে) থেকে আগামী মঙ্গলবার (২৩ মে) পর্যন্ত মক্কা নগরীতে বজ্রসহ মাঝারি থেকে ভারী বর্ষণ, শিলাবৃষ্টি এবং প্রবল দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া আল কাসিমের আওতাধীন এলাকাগুলোতেও একই পরিস্থিতির সম্মুখীন হওয়ার আশঙ্কা রয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়, তাবুক, আল জাওফ, মদিনা, হায়েল ও উত্তর সীমান্তবর্তী এলাকাতেও বজ্রসহ বৃষ্টি বর্ষণ ও ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে তবে তার গতি থাকবে হালকা থেকে মাঝারি।
তাই এসব এলাকার লোকজনকে বজ্রসহ বৃষ্টি ও দমকা হাওয়া থেকে সতর্ক থাকার আহবান জানানো হচ্ছে। আর বৃষ্টির কারণে জমে যাওয়া পানিতে সাঁতার কাটা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। কেননা তা শরীরের জন্য অনুপযুক্ত ও ক্ষতিকর হতে পারে।
সূত্র: আরব নিউজ