বুধবার, মে ২১, ২০২৫

রাজপথ ছেড়ে উঠে আসা যাবে না : ইশরাক

spot_imgspot_img

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ গ্রহণের দাবিতে টানা সাত দিন ধরে রাজপথে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন বিএনপিপন্থি নেতাকর্মীরা। এরমধ্যেই ইশরাক হোসেন নেতাকর্মীদের উদ্দেশ্যে নতুন নির্দেশনা দিয়েছেন।

তিনি বলেন, নির্দেশ একটাই যতক্ষণ দরকার রাজপথ ছেড়ে উঠে আসা যাবে না।

বুধবার (২১ মে) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বার্তায় তিনি এ নির্দেষণা দেন।

যদিও এরই মধ্যে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিটের আদেশের দিন পিছিয়ে আগামীকাল বৃহস্পতিবার ধার্য করেছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই দিন ধার্য করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমান মিলন। বিএনপি নেতা ইশরাকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল। তাদের সহযোগিতা করেন ব্যারিস্টার এ কে এম এহসানুর রহমান ও অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ। গত ১৪ মে রিট আবেদনটি করেন ডিএসসিসির বাসিন্দা মো. মামুনুর রশিদ।

এতে বলা হয়, ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম যে রায় দিয়ে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করেছেন, তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হোক। একইসঙ্গে ওই রায় অনুযায়ী শপথ গ্রহণ বন্ধ রাখার নির্দেশনাও চাওয়া হয়।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img