ভারত-পাকিস্তানের সাম্প্রতিক যুদ্ধের আগে ১৫০ প্রশিক্ষিত ইসরাইলী ভারত এসেছিলো বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ।
তিনি বলেন, ভারত শ্রীনগর ও অন্যান্য স্থানে ইসরাইলী অস্ত্র ব্যবহার করেছিলো। ইসরাইল সাম্প্রতিক যুদ্ধে তাদের অনেক সাহায্য করেছে। যুদ্ধের আগে দেশটিতে ১৫০ প্রশিক্ষিত ইসরাইলীর আগমনও ঘটেছিলো।
বুধবার (২১ মে) পাক-ভারত সম্ভাব্য বৈঠক প্রসঙ্গে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
পাক প্রধানমন্ত্রী আরো বলেন, যুদ্ধে কেউ জিতলে কেউ হেরে যায়। যুদ্ধ কোন স্থায়ী সমাধান নয়। নিরাপদ ভবিষ্যতের গ্যারান্টিই হলো স্থায়ী সমাধান ও শান্তির একমাত্র উপায়।
এছাড়াও বলেন, যখনই পাকিস্তান ও ভারতের মধ্যে সন্ত্রাসবাদ নিয়ে আলোচনা হবে, উভয় দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা তাতে উপস্থিত থাকবেন।
ভারতের সাথে আসন্ন বৈঠকে পাকিস্তান ‘ভারত দখলকৃত কাশ্মীর’, ‘পানি’, ‘বাণিজ্য’ ও ‘সন্ত্রাসবাদ’ এই ৪টি বিষয়ে আলোচনা তুলতে চায় বলেও উল্লেখ করেন তিনি।
এছাড়া সেনাপ্রধান আসেম মুনিরকে ফিল্ড মার্শাল পদে উন্নীত করার সিদ্ধান্তটি তার একার বলে জানিয়েছেন। তবে সিদ্ধান্ত নেওয়ার পূর্বে তিনি তার ভাই ও সরকার গঠনে শরীক থাকা পাকিস্তান মুসলিম লীগ (এন) এর প্রধান নাওয়াজ শরীফের সাথে পরামর্শ করেছেন বলেও উল্লেখ করেছেন।
উল্লেখ্য, পাকিস্তানের ইতিহাসে আসেম মুনির ২য় সামরিক ব্যক্তিত্ব যিনি ফিল্ড মার্শালের পদমর্যাদা পেয়েছেন। ইতোপূর্বে জেনারেল আইয়ুব খান এই পদমর্যাদার গৌরব অর্জন করেছিলেন।
পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ দেশটির ২০২৪ এর জাতীয় নির্বাচনে এই আইয়ুব খানের নাতি ওমর আইয়ুবের বিপরীতে বিতর্কিত ভাবে জিতে মুসলিম লীগ (এন) এর সাথে জোট করে ক্ষমতায় এসেছিলেন।
সূত্র: এআরওয়াই নিউজ