বৃহস্পতিবার, মে ২২, ২০২৫

পর্যবেক্ষণে আসা ইউরোপীয় কূটনীতিকদের উপর হামলা চালিয়েছে ইসরাইল

spot_imgspot_img

দখলকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে পর্যবেক্ষণে আসা ইউরোপীয় কূটনীতিকদের উপর হামলা চালিয়েছে গাজ্জায় গণহত্যা পরিচালনাকারী ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।

বুধবার (২১ মে) পশ্চিম তীরের জেনিন ক্যাম্পে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে।

সংবাদমাধ্যমের তথ্যমতে, ইউরোপীয় কূটনীতিকদের একটি প্রতিনিধি দল আজ জেনিন ক্যাম্পে ইসরাইলী ধ্বংসযজ্ঞ, আগ্রাসনের ফলে সৃষ্ট দূরাবস্থা ও ফিলিস্তিনি শরণার্থীদের বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণে এসেছিলেন। কিন্তু এক পর্যায়ে তাদের লক্ষ্য করে ভেতর থেকে মারাত্মকভাবে গুলি করতে শুরু করে ইসরাইলী সেনারা। এরূপ পরিস্থিতিতে প্রাণ রক্ষার্তে তারা দ্রুত সেখান থেকে পালিয়ে যান।

পর্যবেক্ষণে যাওয়া প্রতিনিধি দলটি কয়েকটি আরব দেশ সহ ইউরোপের মোট ৩০টি দেশের কূটনীতিকদের সমন্বয়ে গঠিত হয়েছিলো। তাদের সাথে সেই সময় সাংবাদিকরাও অবস্থান করছিলেন।

ইসরাইল এক বিবৃতিতে এই হামলার জন্য দু:খ প্রকাশ করে জানায়, কূটনীতিকগণ তাদের নির্ধারিত স্থান থেকে সরে আসায় এমনটি হয়েছে। তারা যেখানে চলে এসেছিলো, সেখানে তাদের যাওয়ার অনুমতি ছিলো না। সেনাবাহিনীর পক্ষ থেকে তারা ক্যাম্পের কোন কোন জায়গা পরিদর্শন করতে পারবে নির্ধারণ করে দেওয়া হয়েছিলো।

সূত্র: জিও নিউজ

সর্বশেষ

spot_img
spot_img
spot_img