বুধবার | ১৭ ডিসেম্বর | ২০২৫

ইসরাইলের বিরুদ্ধে ইরান-ইরাকে বিক্ষোভ

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরােইলের আগ্রাসনের মধ্যেই তেহরান, শিরাজ, তাবরিজ, মাশহাদ, কোম, গিলান, ইয়াজদ, ইস্পাহানসহ ইরানের বিভিন্ন শহরে বড় বিক্ষোভ হয়।

শুক্রবার (২০ জুন) ইসরাইলি বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মহাসড়কে নামেন লাখ লাখ ইরানি।

তেহরান বিশ্ববিদ্যালয়ে পবিত্র জুমার নামাজের পর বড় জমায়েত হয়। এ সময় বিক্ষোভকারীদের হাতে ছিল ইরান ও ফিলিস্তিনের পতাকা।

আল জাজিরার খবরে বলা হয়, তেহরানে পবিত্র জুমার নামাজের পর ইসরাইলের হামলার প্রতিবাদে বিশাল মিছিল করা হয়। এ মিছিলে অংশ নেন ইরানের প্রধান বিচারপতি গোলাম হোসেই মোশেইনি, ইসলামি বিপ্লবী গার্ডের সাবেক কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ আলী জাফরিসহ সরকারের বেশ কয়েকজন মন্ত্রী ও ইরানের পার্লামেন্টের ডেপুটি স্পিকার।

ইরানের সমর্থনে ইরাকেও বড় সমাবেশ হয়েছে। জুমার নামাজের পর রাজধানী বাগদাদের সদর এলাকায় জড়ো হন হাজার হাজার মানুষ। এ সময় ইসরাইল ও আমেরিকাবিরোধী স্লোগান দিতে শোনা যায়। এ ছাড়া গতকাল লেবানন, ইয়েমেন, তুরস্ক, সিরিয়া ও পাকিস্তানে ইরানের প্রতি সংহতি জানিয়ে এবং দেশটিতে ইসরাইলের হামলার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ হয়েছে।

spot_img
spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img