শুক্রবার | ২৩ জানুয়ারি | ২০২৬
spot_img

ইরানে ত্রাণ ও জরুরি সহায়তা কেন্দ্রগুলোতেও হামলা চালাচ্ছে ইসরাইল

ইরানের জরুরি সেবা সংস্থার প্রধান জানিয়েছেন, দেশব্যাপী আবাসিক এলাকার পাশাপাশি চিকিৎসা ও ত্রাণসেবার বিভিন্ন স্থাপনাকেও লক্ষ্যবস্তু করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি বাহিনী।

শনিবার (২১ জুন) সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ-কে দেওয়া এক বিবৃতিতে জাফার মিয়াদফার বলেন, ‘এখন পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলের তিনটি ত্রাণ ঘাঁটি এবং আটটি জরুরি সহায়তা কেন্দ্রের অ্যাম্বুলেন্স মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।’

তিনি আরও জানান, ‘এই হামলায় বিস্ফোরণ ও এর ফলে সৃষ্ট আঘাতে জরুরি সংস্থার মোট ১৪ জন কর্মী আহত হয়েছেন, যাদের মধ্যে দুজন গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন।’

সূত্র : আল-জাজিরা

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ