শুক্রবার | ২৩ জানুয়ারি | ২০২৬
spot_img

দেশের মানুষকে যুদ্ধে রেখে আমেরিকার সঙ্গে আলোচনায় বসা সম্ভব নয়: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইরানের ওপর ইসরাইলের হামলার প্রথম দিন থেকেই আমেরিকা জড়িত— উল্লেখ করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়ে দিয়েছেন, ইরানের জনগনকে যুদ্ধের মধ্যে রেখে আমেরিকার সঙ্গে আলোচনায় বসা সম্ভব নয়।

শনিবার (২১ জুন) তুরস্কের রাজধানী ইস্তানবুলে সাংবাদিকদের ব্রিফকালে তিনি এসব কথা জানান।

হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘ইসরাইল ও ইরানের চলমান সংঘাতে আমেরিকার হস্তক্ষেপ খুব খুবই বিপজ্জনক হবে।’

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার মাধ্যমে সমাধানে সম্পূর্ণ প্রস্তুত।’

২০১৫ সালে বিশ্বের কয়েকটি পরাশক্তির সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে দীর্ঘমেয়াদি একটি চুক্তিতে পৌঁছায় ইরান। এর পেছনে ছিল বছরের পর বছর ধরে দেশটির পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগকে ঘিরে সৃষ্ট উত্তেজনা।

আরাগচি আরও বলেন, ‘কূটনীতি অতীতেও কাজ করেছে এবং ভবিষ্যতেও কাজ করতে পারে। তবে, আমাদের কূটনীতির পথে ফিরতে হলে এই ইসরাইলি আগ্রাসন থামাতে হবে।’

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ