বান্দরবানে বিপুল পরিমাণ ইয়াবাসহ ছালা মার্মা পিন্টু (৩৪) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি সোনাইছড়ি ইউনিয়নের একটি হাই স্কুলের দপ্তরি ও ইউনিয়ন যুবলীগ সভাপতি। জব্দ করা এক লাখ ৭১ হাজার পিস ইয়াবার আনুমানিক মূল্য ৫ কোটি ১৩ লাখ টাকা।
শুক্রবার (২০ আগস্ট) রাতে নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের মারোগ্যা পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মাদ আলমগীর হোসেন জানান, ছালা মার্মা পিন্টু কৌশলে অনেকদিন ধরে এলাকায় মাদক কারবার করে আসছিলেন বলে অভিযোগ করেন স্থানীয়রা। অভিযোগের সত্যতা পেয়ে অভিযান চালানো হয় এবং তার সিন্ডিকেটের সাথে কারা জড়িত তার তদন্ত চলছে।
ওসি মুহাম্মাদ আলমগীর হোসেন আরও জানান, ছালা মার্মা পিন্টুর বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় মাদক মামলা করা হচ্ছে এবং আজ শনিবার (২১ আগস্ট) সকালে পিন্টুকে বান্দরবান জেলা আদালতে পাঠানো হবে।