শনিবার | ২৩ আগস্ট | ২০২৫

৩টি আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে পাকিস্তান

৩টি আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে পাকিস্তান।

বৃহস্পতিবার (২১ আগস্ট) ডন নিউজের এক প্রতিবেদনে একথা জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান নির্বাচন কমিশন পাঞ্জাবের জাতীয় ও প্রাদেশিক (বিধানসভা) পরিষদের ৩টি আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে। তন্মধ্যে ২টি আসন জাতীয় পরিষদের এবং ১টি প্রাদেশিক পরিষদের। আসনগুলো যথাক্রমে, এনএ – ৯৮ ফয়সালাবাদ, এনএ – ১০৮ ফয়সালাবাদ এবং প্রাদেশিক পরিষদ বা বিধানসভার আসন পিপি – ৯৮ ফয়সালাবাদ।

তফসিল অনুসারে, রিটার্নিং অফিসারদের ২৬ আগস্ট গণবিজ্ঞপ্তি জারি করতে হবে এবং প্রার্থীদেরকে ২৮ থেকে ৩০ আগস্ট পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে হবে।

৩০ আগস্ট প্রার্থীদের অস্থায়ী তালিকা প্রকাশ করা হবে এবং ১৬ সেপ্টেম্বর প্রার্থীদের নির্বাচনী প্রতীক বরাদ্দ করা হবে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, তিনটি আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ ৫ অক্টোবর, রবিবার অনুষ্ঠিত হবে।

এর আগে দেশটির নির্বাচন কমিশন গত ৫ আগস্ট ‘৯ মে’র সহিংসতা মামলার’ সাম্প্রতিক রায়কে কেন্দ্র করে সিনেটে পিটিআইয়ের বিরোধীদলীয় নেতা শিবলি ফারাজ এবং জাতীয় পরিষদের বিরোধীদলীয় নেতা ওমর আইয়ুব সহ ৯ জন সংসদ সদস্যসহ এক সিনেটরকে অযোগ্য ঘোষণা করে।

৮ আগস্ট জাতীয় পরিষদের স্পিকার পিটিআই নেতা ওমর আইয়ুবকে বিরোধী দলনেতার পদ থেকে অপসারণ করেন এবং পিটিআইয়ের কাছ থেকে বিরোধী দলীয় চেম্বার প্রত্যাহার করে নেন। সংসদীয় নেতা হিসেবে পিটিআইয়ের জারতাজ গুল এবং উপ-সংসদীয় নেতা হিসেবে আহমেদ চাথারের পদ দুটিও খালি রাখেন তিনি এবং এব্যাপারে সংসদকে অবহিত করেন।

শূন্য পদ পূরণ প্রসঙ্গে তিনি জানিয়েছিলেন, সিনেট ও জাতীয় পরিষদের নতুন বিরোধী নেতার জন্য বিরোধী দল এবং স্পিকারের মধ্যে শীগ্রই পরামর্শ ও প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু হবে।

এছাড়া ২০ আগস্ট বুধবার, কারারুদ্ধ পিটিআই প্রতিষ্ঠাতা ও সাবেক পাক প্রধানমন্ত্রী ইমরান খান মাহমুদ খান আচাকজাই ও আজম খান শাতীকে জাতীয় পরিষদ ও সিনেটের বিরোধী দলনেতা হিসেবে মনোনীত করেন।

পিটিআই মহাসচিব সালমান আকরাম রাজা সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন যে, ইমরান খান ওমর আইয়ুবের জায়গায় জাতীয় পরিষদের বিরোধীদলীয় নেতা হিসেবে মাহমুদ খান আচাকজাই এবং শিবলি ফারাজের জায়গায় সিনেটের বিরোধীদলীয় নেতা হিসেবে আজম খান শাতীকে মনোনীত করেছেন।

উপনির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, খান সাহেব এই সিদ্ধান্ত পিটিআইয়ের রাজনৈতিক কমিটির বিবেচনার উপর ছেড়ে দিয়েছেন। আজ রাজনৈতিক কমিটির একটি সভা অনুষ্ঠিত হবে, যেখানে কমিটির সদস্যরা সিদ্ধান্ত নিবেন যে তারা সারা দেশে আসন্ন উপনির্বাচনে অংশগ্রহণ করবেন কিনা।

পিটিআই মহাসচিব আরো বলেন, পাঞ্জাব বিধানসভায় বিরোধীদলীয় নেতার জন্য ইমরান খান ৫টি নাম চেয়েছেন, যার মধ্যে একটি তিনি নিজেই বেছে নেবেন এবং তাকেই বিরোধীদলীয় নেতা হিসেবে মনোনীত করা হবে।

spot_img

সর্বশেষ

জনগণ কি জানে পিআর মাথায় দেয় নাকি গায়ে মাখে: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, কিছু রাজনৈতিক দল বলছে পিআর পদ্ধতির কথা। সাধারণ জনগণ কি বলতে পারে...

খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন পাকিস্তানের ডেপুটি প্রধানমন্ত্রী ইসহাক দার

বাংলাদেশ সফররত পাকিস্তানের ডেপুটি প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ...

আমেরিকার সঙ্গে ২০ শতাংশ শুল্ক নিশ্চিত করা সরকারের বড় সাফল্য : প্রেস সচিব

আমেরিকার সঙ্গে সাম্প্রতিক ট্যারিফ আলোচনায় ২০ শতাংশ শুল্ক নিশ্চিত করাকে অন্তর্বর্তী সরকারের অন্যতম বড় সাফল্য হিসেবে উল্লেখ করেছেন প্রধান...

দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের উপর বিএনপি কর্মীদের হামলায় ইসলামী আন্দোলনের প্রতিবাদ

ভোলার দৌলতখানসহ দেশের বিভিন্ন স্থানে বিএনপি কর্তৃক সাংবাদিক নির্যাতনের নিন্দা ও ক্ষোভ প্রকাশ ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী রেজউল...
spot_img

এই বিভাগের

spot_imgspot_img