শনিবার | ২০ ডিসেম্বর | ২০২৫
spot_img

ওমানের বারকায় ইসলামী আন্দোলনের উদ্যোগে সীরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

এস এম সাইফুল ইসলাম

ওমানে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর বারকা শাখার উদ্যোগে আয়োজিত “সীরাতুন্নবী” (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) শীর্ষক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বারকা শাখার সভাপতি মাওলানা ক্বারী তৈয়ব ও সঞ্চালনা করেন মাওলানা ফরীদ উদ্দিন।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) স্থানীয় সময় রাত সাড়ে ৮টা থেকে ১০ টা পর্যন্ত বারকার মাজরা আল হারেছ জামে মসজিদে এ মাহফিল অনুষ্ঠিত হয়। বিষয়টি ইনসাফকে নিশ্চিত করেছেন মাওলানা ফরীদ উদ্দিন।

মাহফিলে প্রধান বক্তা ছিলেন ওমান ইসলামী আন্দোলনের সহ-সভাপতি মাওলানা ইরফানুল হক চৌধুরী। এছাড়া বিশেষ অতিথী ছিলেন মুহাম্মাদ মাহবুবুর রহমান (মাদারীপুর)।

আয়োজিত সীরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে আরও বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন ওমানের বারকা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ওসমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা ওবাইদুল করিম, সহ-সভাপতি মাওলানা ছিদ্দিকুর রহমান, মাওলানা শরিয়ত উল্লাহ, মাওলানা আব্দুল মুত্তালিব প্রমুখ।

spot_img
spot_img
spot_img

এই বিভাগের

spot_img