বুধবার | ২২ অক্টোবর | ২০২৫

নেতানিয়াহু কানাডায় প্রবেশ করলে গ্রেপ্তার করা হবে: মার্ক কার্নি

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতায়িহু কানাডায় প্রবেশ করলে গ্রেপ্তার কারা হবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রধামন্ত্রী মার্ক কার্নি।

তিনি বলেন, ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু কানাডার ভূখণ্ডে প্রবেশ করলে তাঁর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করা হবে।

একটি সংক্ষিপ্ত প্রেস বিবৃতিতে তিনি এ ঘোষণা দেন।

কার্নি বলেন, তার সরকার “আন্তর্জাতিক আইন এবং দায়বদ্ধতার নীতিকে সম্মান করে” এবং কানাডা “আইসিসির পরোয়ানাকে যেভাবে অন্যান্য বাধ্যতামূলক আন্তর্জাতিক বিচারিক আদেশ হিসেবে বিবেচনা করে, সেভাবেই বিবেচনা করবে।”

তিনি স্পষ্ট করে বলেন, “আন্তর্জাতিক বাধ্যবাধকতা পূরণের অংশ হিসেবে যদি প্রধানমন্ত্রী নেতানিয়াহু কানাডায় প্রবেশ করেন, তাহলে আমরা গ্রেপ্তারি পরোয়ানাটি কার্যকর করব।”

এর আগে, নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজ্জায় সাম্প্রতিক যুদ্ধ চলাকালে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

উল্লেখ্য, কানাডা রোম সংবিধির স্বাক্ষরকারী দেশ, যার মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) প্রতিষ্ঠিত হয়েছে। সেই অনুযায়ী, আদালত কর্তৃক জারি করা যেকোনো গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করা কানাডার আন্তর্জাতিক আইনি বাধ্যবাধকতার মধ্যে পড়ে।

সূত্র: মিডল ইস্ট মনিটোর

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img