ধর্ম অবমাননাকারী রাখাল রাহা ও রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিরুদ্ধে কটূক্তিকারী কবি হাসান গালিবের দ্রুত শাস্তির দাবি জানিয়েছেন, হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতী হারুন ইযহার।
তিনি বলেন, নবী প্রেমিক তাওহীদি জনতার দাবী একটাই রাখাল রাহা করে ও হাসান গালিবকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সেই সাথে রাখাল রাহাকে শিক্ষা কমিশন থেকে বহিস্কার করতে হবে ও হাসান গালিবের ইসলাম বিদ্বেষী যাবতীয় পুস্তক নিষিদ্ধ করতে হবে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদের উত্তর গেইটে চট্টগ্রাম উলামা জনতা ঐক্য পরিষদ আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।
মুফতী হারুন ইযহার বলেন, প্রশাসন থেকে ভারতীয় গোয়েন্দা সংস্থার এজেন্টদের চিহ্নিত করে তাদের সর্বোচ্চ শাস্তি দিতে হবে।এবং মুসলিম নারীদের সম্ভ্রমহানিকারী র্যাব কর্মকর্তা ধর্ষক আলেপকে মৃত্যুদণ্ড দিতে হবে।
সংগঠনের সভাপতি এবং হেফাজতের কেন্দ্রীয় ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা কামরুল ইসলাম কাসেমীর সভাপতিত্বে, সাদ উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন মুহাম্মদ আইমান কাছির, মাওলানা ওসামা বিন মাসউদ, মাসরুর হোসাইন, মাওলানা আসাদুল্লাহ প্রমুখ।