শুক্রবার, মে ৯, ২০২৫

ইউটিউব দেখে নিজে নিজে অপারেশন করে ভয়াবহ বিপদে ভারতীয় নাগরিক

spot_imgspot_img

বলিউড সিনেমা থেকে অনুপ্রাণিত হয়ে ইউটিউব দেখে নিজের অপারেশন নিজে করে ভয়াবহ বিপদে পড়েছেন এক ভারতীয় নাগরীক।

বৃহস্পতিবার (২০ মার্চ) ভারতের উত্তর প্রদেশে এই ঘটনা ঘটে।

সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ইউটিউব দেখে নিজের অপারেশন নিজে করতে যাওয়া ব্যক্তিটির নাম রাজা বাবু (৩২)। তিনি হিন্দু ধর্মের অনুসারী। উত্তর প্রদেশের সুনরাখ গ্রামে তার বসবাস। বেশ কিছুদিন যাবত পেটের ব্যাথায় ভুগছিলেন তিনি। ঔষধে কোনো উপকার না হওয়ায় ও পরীক্ষায় কোনোকিছু সনাক্ত না হওয়ায় নিজের অপারেশন নিজে করার উদ্যোগ নিয়েছিলেন তিনি। এক্ষেত্রে বলিউড সিনেমা থেকে অনুপ্রাণিত হয়ে ইউটিউবের সহায়তা নেন।

ইউটিউবে পাওয়া বর্ণনা অনুসারে তিনি মাথুরার বাজার থেকে অপারেশনের সরঞ্জাম ক্রয় করেন। অপারেশনের জন্য নির্ধারিত স্থান অবশ করতে প্রথমে অ্যানেস্থেসিয়া ইঞ্জেক্ট করেন। তারপর ব্লেড দিয়ে তলপেটের ব্যাথার স্থান কেটে কিছু বুঝে উঠতে না পেরে আবার সেলাই করে দেন। মোট ১১টি সেলাই করেন তিনি। পরবর্তীতে অ্যানেস্থেসিয়ার প্রভাব চলে গেলে ব্যাথায় তিনি প্রচন্ডভাবে চিৎকার করতে শুরু করেন। চিৎকারের আওয়াজে তার ভাতিজা ঘরে ছুটে আসে এবং এই কাণ্ড দেখে দ্রুত জেলা হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করে। সেখানে বর্তমানে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, রাজা বাবু দীর্ঘদিন যাবত অ্যাপেনডিসাইটিসে ভুগছিলেন। ১৪ বছর বয়সে এজন্য তার অপারেশন হয়েছে বলেও আমরা জানতে পারি। সম্প্রতি আবার পেট ব্যাথা দেখা দিলে তিনি নিজের মতো করে বিভিন্ন ওষুধ খেয়েছিলেন। ডাক্তারের পরামর্শে পরীক্ষা-নিরীক্ষাও করিয়েছিলেন। কিন্তু এতে ব্যাথার প্রকৃত কারণ সনাক্ত না হওয়ায় শেষমেশ তিনি নিজে নিজে পেটের ভেতর কি হয়েছে ও তা অপারেশনের পথে হেটেছিলেন। হাসপাতালে নিয়ে আসার পর তাকে সারিয়ে তুলতে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি।

সূত্র: সিয়াসাত ডেইলি

সর্বশেষ

spot_img
spot_img
spot_img