শনিবার, এপ্রিল ২৬, ২০২৫

আফগানিস্তানের বিমান ও প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয় থেকে পাইলট হলেন ১০ মুজাহিদ

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের বিমান ও প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন ১০ জন মুজাহিদ। দেশটির জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত ওই বিশ্ববিদ্যালয় থেকে পেশাগত তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ সম্পন্ন করেন তারা।

সোমবার (২১ এপ্রিল) প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে উত্তীর্ণ পাইলটদের মাঝে সনদ বিতরণ করা হয়।

এতে উপস্থিত ছিলেন, আফগান জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মাওলানা বাজ মুহাম্মাদ হামিদী, জেনারেল স্টাফের প্রধান মাওলানা শাব্বীর আহমাদ উসমানী, হজ ও ওয়াকফ বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী মাওলানা আজিজুর রহমান মানসুর এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।

নবীন পাইলটদের অভিনন্দন জানিয়ে মাওলানা বাজ মুহাম্মাদ হামিদী বলেন, এ শাসনব্যবস্থার সুরক্ষা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের সকলের উপর ফরজ।

তিনি বলেন, পুরো জাতি আপনাদের দিকে তাকিয়ে আছে। নিজেদের মধ্যে তাকওয়া তৈরি করুন এবং অর্পিত দায়িত্বগুলো যথাযথভাবে পালন করুন।

তিনি আরও বলেন, তাকওয়া ও নিষ্ঠার কল্যাণে যেমনিভাবে আল্লাহ তা‘আলা মুজাহিদিনদের বহু সফলতা দান করেছিলেন তেমনিভাবে আরও অনেক বিজয় আমাদের ভাগ্যে রয়েছে।

সূত্র: বাখতার নিউজ এজেন্সি

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img