জাতীয় স্বার্থে স্পর্শকাতর ও বিতর্কিত বিষয়গুলো এড়িয়ে চলার আহবান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (২২ মে) দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি এ আহবান জানান।
জামায়াত আমীর বলেন, ‘জাতীয় স্বার্থে স্পর্শকাতর ও বিতর্কিত বিষয়গুলো আসুন সবাই এড়িয়ে চলি। সংকট উত্তরণে ইতিবাচক ভূমিকা কেবল জাতিকে উপকৃত করবে। নেতিবাচক ভূমিকা কখনোই কল্যাণ বয়ে আনে না।’
সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানান তিনি।