সোমবার | ১৫ সেপ্টেম্বর | ২০২৫

সৌদি পৌঁছেছেন ১ লাখ ১২ হাজার ৬৩৬ হজযাত্রী

চলতি বছর পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব পৌঁছেছেন ১ লাখ ১২ হাজার ৬৩৬ জন হজযাত্রী। হজে গিয়ে এখন পর্যন্ত ২৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২০ জন পুরুষ ও ৩ জন নারী।

বৃহস্পতিবার (২২ জুন) হজ পোর্টাল থেকে এ তথ্য জানা গেছে।

এবার সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার ১২৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২ হাজার ৫১১ জন হজযাত্রী সৌদি আরব গিয়েছেন। হজের জন্য ইস্যু করা ভিসা ১ লাখ ২৩ হাজার ২৭৮টি। হজ কার্যক্রমে অংশগ্রহণকারী হজ এজেন্সির সংখ্যা ৬০৩টি।

আগামী ২৭ জুন হজ অনুষ্ঠিত হবে। গত ২১ মে হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার প্রথম ফ্লাইট শুরু হয়। সৌদি আরবে যাওয়ার শেষ ফ্লাইট ২২ জুন। অন্যদিকে হজ শেষে দেশে ফেরার ফ্লাইট শুরু হবে আগামী ২ জুলাই। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শেষ হবে ২ আগস্ট।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img