শুক্রবার | ২৩ জানুয়ারি | ২০২৬
spot_img

আমরা ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় হামলা করেছি : ট্রাম্প

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে, মার্কিন বাহিনী ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে।

এক বিবৃতিতে ট্রাম্প বলেন, “আমাদের বিমানবাহিনীর কয়েকটি বি-টু বোমারু বিমান যুক্তরাষ্ট্রের একটি ঘাঁটি থেকে প্যাসিফিক মহাসাগর পাড়ি দিয়ে ইরানে পৌঁছে। এরপর তারা ফোরদো, নাতানজ ও ইসফাহান, এই তিনটি স্থানে বিমান হামলা চালায়।”

তিনি আরও বলেন, “আমরা ফোরদোর মূল পারমাণবিক স্থাপনায় সম্পূর্ণ বোমার বোঝাই আঘাত করেছি। আমি নিশ্চিত করে বলতে পারি, ফোরদো এখন আর নেই। এটি ধ্বংস হয়ে গেছে।”

ট্রাম্প দাবি করেন, “সব মার্কিন বিমান এখন ইরানের আকাশসীমার বাইরে নিরাপদে ফিরে গেছে। বিশ্বের অন্য কোনো সেনাবাহিনী এমন কিছু করতে পারত না। একমাত্র আমরাই তা পেরেছি।”

তিনি বলেন, “এখন শান্তির সময়। আপনারা এই বিষয়ে যে মনোযোগ দিয়েছেন, তার জন্য ধন্যবাদ।”

ট্রাম্প ইরানের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “এখনই সময় এই যুদ্ধ বন্ধ করার। আমি ইরানকে আহ্বান জানাই, তারা যেন এখন যুদ্ধ শেষ করতে সম্মত হয়।”

এদিকে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, হামলায় মার্কিন বিমানবাহিনীর বি-টু বোমারু বিমান ব্যবহার করা হয়েছে।

নিউ ইয়র্ক টাইমস–এর প্রতিবেদন অনুযায়ী, পেন্টাগনের এক কর্মকর্তা জানিয়েছেন, ইরানের ফোরদো স্থাপনায় হামলার ক্ষেত্রে একাধিক বি-টু বোমারু বিমান ব্যবহার করা হয়েছে।

সূত্র : আল জাজিরা

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ