বুধবার | ৩ ডিসেম্বর | ২০২৫

পারমাণবিক উন্নয়ন থামানো হবে না: ঘোষণা ইরানি পারমাণবিক শক্তি সংস্থার

ইরানের পারমাণবিক শক্তি সংস্থা জানিয়েছে, দেশের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় শত্রুপক্ষ হামলা চালিয়েছে।

সংস্থাটি এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলেছে, “ফোরদো, নাতানজ এবং ইসফাহানের পারমাণবিক স্থাপনাগুলো শত্রুদের হামলার লক্ষ্য হয়েছে।”

বিবৃতিতে আরও বলা হয়,“পারমাণবিক স্থাপনাগুলোর ওপর এই হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। আমরা আমাদের জাতীয় এই পারমাণবিক শিল্পের উন্নয়ন থামাতে দেব না।”

সংস্থাটি ঘোষণা করে, “আমরা আমাদের অধিকার রক্ষার জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নিচ্ছি, যার মধ্যে আইনি পদক্ষেপও রয়েছে।”

এর আগে আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিশ্চিত করে যে, মার্কিন বাহিনী ফোরদো পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে।

এরপর সরকারি বার্তা সংস্থা আইআরএনএ জানায়, নাতানজ ও ইসফাহানেও হামলা হয়েছে।

আইআরএনএ জানিয়েছে, ইসফাহানের গভর্নরের একজন উপদেষ্টা আকবর সালেহি বলেছেন,
“আমরা ইসফাহান ও নাতানজের পারমাণবিক কেন্দ্রগুলোর আশেপাশে হামলা প্রত্যক্ষ করেছি।”

তিনি আরও বলেন, “ইসফাহান ও নাতানজে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।”

সূত্র : আল জাজিরা

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img